Header Ads

ত্রিশ লক্ষ মানুষকে যদি একের উপর এক শোয়ানো হয় তবে তার উচ্চতা হবে ৭২০ কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার ৮০ গুণ!

→ত্রিশ লক্ষ মানুষ যদি হাতে হাত ধরে দাঁড়ায় তবে তার দৈর্ঘ হবে ১১০০ কিলোমিটার, যা টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্বের চেয়েও বেশি!

→ত্রিশ লক্ষ মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ ১.৫ কোটিলিটার, যা শুকনো মৌসুমে পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান!


___তারপরও হয়তো আমরা কখনই বুঝবোনা যে কতটা মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে!

সবুজ আয়তক্ষেত্রের মাঝে লাল বৃত্তের জন্য আমাদের ভালোবাসা ঠিক যেন, নিজের মায়ের প্রতি ভালবাসার মত হয়! আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ বীরাঙ্গনা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রদর্শনপূর্বক সবাইকে বিজয় দিবসের প্রানঢালা শুভেচ্ছা জানাচ্ছি!


 Md khayruddin

No comments

Powered by Blogger.